Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

এটি মাধ্যমিক শিক্ষা স্তরে জেলা পর্যায়ের প্রধান অফিস। অফিস প্রধানের নাম- জনাব মোঃ এনায়েত হোসেন , পদবী- জেলা শিক্ষা অফিসার। অত্রাফিসের মাধ্যমে অন-লাইনে মাধ্যমিক স্তরের সকল স্কুল, স্কুল এন্ড কলেজ এবং মাদরাসার শিক্ষক-কর্মচারীগণের এমপিও-বেতন স্কেল পরিবর্তন সংক্রান্ত যাবতীয় আবেদন এবং ব্যবস্থাপনা কমিটি সংক্রান্ত যাবতীয় আবেদন অগ্রায়ন/নিষ্পত্তি এবং প্রতিষ্ঠান পরিদর্শনপূর্বক সমস্যার সমাধান ও সার্বিক মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

 

জেলা শিক্ষা অফিস, গাইবান্ধা ১৯৮৩ সালের পূর্বে মহকুমা শিক্ষা অফিস নামে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে ভাড়া করা ভবনে পরিচালিত হয়ে আসছিল। পরে ভি, এইড রোডে কালিমন্দিরের পশ্চিম পার্শ্বে স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে জেলা শিক্ষা অফিস গাইবান্ধা নামে শহরের থানাপাড়া আবাসিক এলাকায় ভাড়া করা একটি ভবনে কার্যক্রম শুরু করে এবং শহরের পলাশপাড়া আবাসিক এলাকায় ভাড়া করা একটি ভবনেও কিছুদিন  কার্যক্রম চলে এবং শহরের পলাশবাড়ী আবাসিক এলাকায় ভাড়া করা একটি ভবনে কার্যক্রম পরিচালনা করে। ২০০৪ সালের মার্চ মাস থেকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (সেসিপ) এর অর্থায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গাইবান্ধার পি. কে. বিশ্বাস রোডে তিনতলা ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে। গাইবান্ধা জেলা একটি বৈচিএ্যপূর্ণ জেলা এর একদিকে রয়েছে রংপুর ঢাকা মহাসড়ক তেমনি পূর্ব পাশ দিয়ে উওর দক্ষিণে রয়ে গেছে ব্রক্ষপুএ ও যমুনা নদী। এ জেলার সাতটি উপজেলা(সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর)। চরাঞ্চলেও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।